পাহাড়ে না গেলে যায় না গো বোঝা
নীলাকাশ কত নীল।
ঝলমলে রোদ পাহাড়ের বুকে
করে কত ঝিলমিল।
রোদ্দুরে সে কী ঝকঝকে লাগে
নীলাকাশে সাদা মেঘ !
শান্ত শ্যামল মুক্ত প্রকৃতি,
নেই কোনো উদ্বেগ।
খাড়া পাহাড়ের কোল বেয়ে বেয়ে
ছোটে আঁকাবাঁকা পথ।
কোন্ সে উপড়ে হাতছানি দেয়
মায়াবিনী পর্বত।
পথের দুধারে তরু সারে সারে
পথিকের কাড়ে চোখ,
উঁচু সুনিবিড় বনানীরও যেন
নীলাকাশ ছুঁতে ঝোঁক।
চাইলেই বলো দু'হাত বাড়িয়ে
আকাশ ছোঁয়া কি যায় !
পাহাড়ে বেড়ালে পৌঁছতে পারো
আকাশের সীমানায়।
----- x -----