.
সম্মুখে এক কঠিন সময়,
সত্যিই আজ কঠিন লড়াই।
আমরা যেন পরিবেশে
করোনা বিষ আর না ছড়াই।
ধৈর্য্য ধ’রে নিষ্ঠা ভরে
থাকতে হবে বন্দী ঘরে,
তাই না হলে বন্ধু মোদের
বুদ্ধি বোধের মিথ্যে বড়াই।
সত্যি বড় কঠিন সময়,
মরণবাঁচন কঠিন লড়াই॥
°°°°°°°°°°