অঘটনের চুড়ান্ত যে
      এবার বিশ্বকাপে
রোনাল্ডো নেই, মেসিও নেই,
      নেইমার এখন চাপে।
গতবারের সেরা ছিল,
      জার্মানিও বিদায় নিল।
স্পেনকে খেলায় হারিয়ে দিল
       রাশিয়া শেষ ধাপে।
তাই বড় ভয়, কী হয় কী হয়
       এবার বিশ্বকাপে।

শুরুর থেকেই পাল্টে গেল
       হিসেব নিকেশ যত,
বলা কঠিন জিতবে কি কাপ
       ব্রাজিলও অন্তত।
হয়তো কোনো অনামী দল
      খেলায় এবার হবেই সফল,
নামী দামীর পায়েতে বল
       ফসকাবে গোল কত!
বিশ্বকাপে ঘটবে এবার
       ঘোর অঘটন যত।
      --------------