আজ শরতের এই সকালে
মাতল ভুবন খুশির তালে
স্নিগ্ধ হাওয়া লাগল পালে, লাগল।
ভক্তি ভাবের নতুন ভাষা
আপনি করে যাওয়া আসা,
আসছে মা তাই স্বপ্ন আশা জাগল।
সকাল সাঁঝে মনের মাঝে
আগমনীর সুরটি বাজে,
আর কি এ মন বসতে কাজে চায় রে!
ঝলমলানো নতুন বেশে
কাশের রাশি উঠল হেসে
মেঘের ভেলা ঐ যে ভেসে যায় রে।
দুঃখী সুখী গরিব ধনী
বাচ্চা বুড়ো সবার মনই
প্রতীক্ষাতে, ঐ জননী আসছে।
ঢাকের আওয়াজ ছুটির বাঁশী,
উপচে পড়ে খুশির রাশি,
ভূবন যেন স্নিগ্ধ হাসি হাসছে।
----------------