এ ভেবেই  বিমূঢ় এই ছটফটে মনটা
দিন জুড়ে চব্বিশটা-ই মোটে ঘন্টা!
মনে কত ভাবনার আনাগোনা চলছে
কোথা সেই কবিতার পারিজাত ফলছে।
ভাসা ভাসা ভাষা আসে, ভাসে মৃদু গন্ধ। 
আসে না তো সাথে মিল  সজ্জিত ছন্দ!
এলে ভেসে ছন্দটি মেলে কই মিলটা
মনের বন্ধ দ্বারে  কই খোলে খিলটা?
চলে কত কাটাকুটি  দুন্দুভি  দ্বন্দ্ব!
ভাবনাকে রূপ দিয়ে গড়তে সে ছন্দ।
অথচ বেঢংএ যত   খটোমটো শব্দ -
রবীন্দ্র  সুকুমার   নজরুলে জব্দ। 
নিমেষেই খুলে যত  গুণ্ঠন ও ঢাকনা
দিগন্তে মেলে দিত  ছন্দিত পাখনা।
তুচ্ছ অনামী কবি সাজাতে এ কাব্য
সারাদিনে    চব্বিশ ঘন্টাই ভাবব?
অবকাশ তার চেয়ে বেশি কই পাচ্ছি !
পাকছে না হাত, নিজে বুড়ো হয়ে যাচ্ছি।
অক্ষম কবি আমি  মেনে নেব হারটা!
কী জাদুতে বাড়ে আহা মগজের ধারটা?
            °°°°°°°°°°°°°°°