জীবন মহাকাশ
সেখ কামারুল ইসলাম

তাতে কি আসে যায়
মহাকাশ অনন্ত হয়?
জীবন তো আর
একফালি ঈদের চাঁদ নয়।

সূর্য আর লাখো তারায়
জ্বলজ্জ্বলে আকাশ,
জীবন পাল্লায়
কয়েক মূহুর্তই প্রকাশ।

সূর্য মহাকর্ষ টানে,
ঝড় সূর্যের বুকেও,
জীবন মোহের পানে
ক্ষোভ থাকে জীবনেও।

ঝকমকে তারা থাকে
আঁধার রাতের বুকে,
জীবনে ছেঁড়া ছেঁড়া
উজ্জ্বল স্মৃতি থেকে থাকে।

সসীম অসীম সকাশে,
জীবন আকাশে
উপমা খুঁজে বেড়াই
দূরে, নয়ন সংকাশে।