চেয়ারটা আর তোয়ালে মোড়ানো,
আমি মোড়ানো দ্বায়িত্বে,
কত কাজ হচ্ছে সামনে দেখছি তাকিয়ে,
ভুলগুলো সব ধরতে হতে
সঠিক পথে পা বাতে
রাত বিরাতে দেখছি কাজের ছন্দ,
আমি কিন্ত ছাত্র ভালো নই কাজেও মন্দ।
তবুও কাঁধে জরাচ্ছে কত কত দ্বায়িত্ব,
নজরুল শহরে অফিস করি,
কাজের তাগিদে গুরি ফিরি,
কাজ আছে অফুরন্ত,
কবিতায় পাইনা কোন ছন্দ,
জীবন জুরো দ্বিধাদ্বন্দ্ব,
কাজের দিন গুলো কেবল আরম্ব,
হতে হবে বড়, পথ বাকি আরো,
সবাই আমার জন্য দোয়া আশির্বদ করো