ভোরটা আবার এলো ঠিকই
সারাটা রাত জাগার পর,
তুমি হয়তো অন্যকারো
আমি একলা একটা ঘর।
অনেক সাধনায় কথা হয়না,
নাই ভার্চুয়াল কানেকশন
আমরা দুজন দুই পৃথিবী
কি করি আমি এখন?
ইচ্ছে আমার মরে গেছে
স্বপ্নগুলো হয়েছে ধুলো,
এত প্রাপ্তির পরও অনেক প্রশ্ন,
জীবনটা কেন এলোমেলো?
ভুল ছিলো কার ? প্রশ্ন করিনা
উত্তরের আশা ছেরেছি বহু আগে,
কখনো কি সংশোধ হবার ছিলেনা?
আজোতো ইচ্ছেটা জাগে।
তোমায় খুজে বেড়াই আমার শহরে,
আমার চেনা রাস্তার - গলিতে,
হটাৎ যদি ফিরে এসো এই অপেক্ষাতে,
আজো ভালবাসি একই সুর একই কথাতে।