মা.....
তোমাকে কখনোই বলা হয়নি
ভালোবাসি তোমাকে অনেক বেশি,
এখন তো অনেকটা বড় হয়ে গিয়েছি,
তাই তোমার থেকে একটু দুরে থাকা,
কিন্তু আমিতো তোমার নারী ছেড়া ।
কারণে অকারণে তোমার কাছেই ফেরা।

মা......
অনেক কথা বলা হয়নি কখনো,
তোমার রান্না সবার থেকে ভিন্য,
আজ তোমার পৃথিবী আমাদের ঘরটা,
আমি দেখি পুরো বিশ্বটা,
তুমিইতো দেখিয়েছ স্বপ্নটা,
তোমার কাছে কিছুইনা এর পৃথিবীটা।

মা......
তোমার কোলে অনেকদিন মাথা রাখা হয়না,
অনেক দিন তোমার চোখে চোখ রাখিনা,
হয়তো ব্যস্তা কেরেছে এমন মুহুর্তটা,
তবু ভুলতে পারিনা তোমার স্পর্শটা,
হয়তো ভুল আমারি ছিলো,
মনে রেখোনা কিছুতা।

মা ......
যে ভাবে ছিলে শিশুকালে পাসে
সবটা সময় যেন পাই সেই ভাবে,
আমি তোমার কাছে অবুঝ শিশু,
শিখিয়ে দিও সব কিছু,
তোমার পাসে যেন আমি ঠাই পাই,
এই আশির্বাদ সব সময় চাই।