অফিসে আজ বিদায় বেলা,
প্রিয় চেয়ার ছেরে আমি একলা,
প্রিয় সহকর্মীদের ভালোবাসা,
আর কাজের নেশার সময় গুলো,
চলছিলো বেশ দ্রতবেগে,
সময় দিচ্ছে তারা এখন বিদায় বেলা।
খায়রুলের সক্ষতা মেতেছিলো সময়,
আনোয়ারের রসিকতায় ক্লান্তি ভোলায়,
জয়নুলের গুরুগম্ভির ভাব টিকেথাকার লড়াই,
খোরশেদের চতুরতায় কাজের গতীবাড়ায়,
মরিয়মের কচ্ছপ দৌর জয়ের স্বপ্ন দেখায়,
তাপসীর গতীময়তা নীরবতা হারায়,
আরিফের হিসের নিকেশ ধৈর্য্য খেলায় মত্ত,
বাপনের দ্বায়িত্ব কাজের দ্বায়িত্ব শেখায়,
সাত্তার স্যারে নেতৃত্বে নতুন দিগন্ত খুলে।
এসব নিয়ে যাচ্ছি আমি আরো এগিয়ে,
হয়তো অনেক দুর চলে যাবো নাহয় হারিয়ে।