অনিয়মের বেড়াজালে জড়ানো জীবন,
আইনের সব ধারা জানাই বারণ,
কখনো হয়নি কোন নিয়ম প্রয়োজন,
করেছি ইচ্ছা হয়েছে যখন যা মনের মতন,
ইতিহাসের পাতা থেকে হটাৎ মেডিকেল,
কবিতার ক না জেনেও শত কবিতার বিকেল,
মুল্যতো দেওয়া হয়নি প্রেমের
তবুও মস্তবড় প্রেমিক
একটা উপন্যাস শেষ লাইন হয়নি আজো পড়া,
মুল্যায়ন করে বেড়াই কার লিখার দাম চড়া।
হাসতে হাসতে বিদায় দিয়ে আজ কান্নার ঘোর,
তোমার প্রেমের ইতিহাসে আমার কাটে রাতদুপুর,
বাউন্ডুলে জীবন যেমন তেমন পড়ার দৌড়,
ইতিহাসের পাঠ চুকিয়েই আইনের বোল।
কালো কোর্টে নিজেকে জরিয়ে ভিন্যতা আনা,
আইন অমান্য ছেলাটার আইনটা আজ জানা।
ব্যাংকিং এ স্বপ্ন ছিলো কাজ করেছি অল্প,
শিক্ষকতা চোখের কাটা সেই দেখিয়ে পথ,
ব্যবসা করবোনা ভেবেছি কত কত বার,
এটাই ছিলো কখনো সম্বল আমার,
আঠেরো বছরেও পাকেনি কবিতার হাত,
তুও প্রতি রাতে আসে কবিতা আমার।
জীবন যেখানে থমকে গেছে আবার শুরে তাতে,
হারিয়েছি যা পাবো তা কোন পথে।