ব্যস্ততা আমাকে ঘিরে ধরেছে,
মাসের ও হয়েছে শেষ,
রিপোর্টিং এ মাথা খাটাতে হচ্ছে বেশ,
রাত পোহালেই মিটিং রয়েছে
চাপ চলছে হিসেব নিকেশ কড়া,
এরই মাঝে তোমার জন্মদিন দিয়ে সাড়া,
ভুলে গিয়েছি কাজের চাপে এই একটি দিন,
আমি তোমার পাশেই আছি ভালবেসে প্রতিদিন।
দুটি বছর পার করেছি হাতে রেখে হাত,
সারল্যতার ভরা ছিল প্রাতিটা দিন রাত,
দীপ জ্বালিয়ে দীপায়ন এসেছে ঘর আলো করে,
তীর্থ পূর্ণ করেছে কোল তোমার,
আমায় দিয়েছে দ্বায়িত্বে ভরে,
দুজন মিলে গুছিয়ে নিবো নতুন পথ গুলো,
আমাদের স্বপ্ন সাজানো যেমন ছিলো।
শুভ হোক তোমার প্রতিটা দিন,
আগের চেয়েও ভালো,
রইলো অনেক শুভেচ্ছা ও আশির্বাদ,
ঝর বৃষ্টি যাই আসুক ছেরোনা আমার হাত,
জন্মদিনের ছো্ট উপহার আমার কাছ থেকে,
হাসি মুখে গ্রহণ করো মন খারাপ রেখোনা আর।