চৌঠা মার্চ সন্ধেবেলা
হাতে তখন সিগারেট জালানো,
আমার প্রিয় ব্রিজটা উপর বসে
পৃথিবীটা যেন আমার উপর ভেঙ্গে পড়ছে,
একটার পর একটা সিগারেট...
সেদিন তোমাকে শেষবারের মত চিৎকার করে  বলেছিলাম
"ভালবাসি তোমায় অনেক বেশি ভালবাসি"
সময়টা তোমার কাছে ফুরিয়ে আসছে,
তুমি দ্রুত ফোন রাখার বায়না,
"ভালো থেকে সবসময় বাবা মাকে দেখো"
দ্রুত বলেই ফোনটা রাখার চেষ্টা,
বুঝতে পারছিলাম আমার মত তোমারও চোখে জল,
তুমি বিদায় নিচ্ছিলে আমি সব হারাচ্ছিলাম,
একবার খুব ইচ্ছে করছিলো ছুটে যাই তোমার কাছে,
সেদিন যদি একটা চাকরি থাকতো.....


আজ কটা বছরের ব্যবধানে
আমি নিজের ইচ্ছা মত চাকরি বদলাতে পারি,
ক্যারিয়ার অফিসার হিসেবে শুরু
মাস না ঘুরতেই ম্যানেজার
বদলাতে হয়েছে যদিও চাকরি আমার,
তাতে কি আসে যায়,
এখতো বড় চেয়ারটা আমার,
মাস গেলেই হলে মোটা বেতন,
এর ওর থেকে শুনতে পাই
দাদা একটা চাকরির ব্যবস্থা করা যাবে,
জানি সুযোগ নেই,
তবুও কিছু গুরুগম্ভীর কথা বলতে হয়,
এতটা সময় আমিও এমন করেছি কত,
দাদা,কাকা,ভাই একটা চাকরি চাই,

সময় বদলে গেলেও আমি সেই আমিই আছে,
সেই নাছরবান্দা এক গল্প এক ইতিহাসে,
গল্পকন্যা!  একটা সময় ছিলো,
আমি কোথাও আবেদন করতে পারি,
এটা তোমাকে জানাতেও গর্ববোধ হতো,
এখন একের পর এক চাকরি বদলালেও বলা হয়না,
নামের পাসে ডিগ্রী বেড়েগেলোও জাননা,
আমি কষ্ট পেলেও তুমি বোঝানা,
আর জানতেও হবে কোন দিন,
কিন্তু আমি দেখবো চাকরিতে কি আছে,
একটা একটা করে এপেয়েন্টমেন্ট নিবো,
সার্টিফিকেটের মত ঘরে ঝোলাবো,
তবুও কিন্তু একই ইতিহাস ধরে থাকো,
শুধু তোমাকেই শুধু তোমাকেই ভালোবাসবো।
চৌঠা মার্চ ইচ্ছে মতই কাঁদবো।