ডাক্তার তুমি মানুষ বটে
আজ হয়েছ ভগবান,
দেশ যখন করোনার থাবা,
তুমিই তো আগুয়ান।
সবাই যখন গৃহবন্দি,
তুমি সেদলে কই,
তুমি কিন্তু ঠিক বেরুচ্ছ,
হাসপাতাল বা কোয়ারেন্টিনে
রুগীর খুব কাছাকাছি।
মানুষ যাকে ভয় পাচ্ছে
তোমরা বলছো আছি পাসে।

তোমাদেরও আছে সংসার,
আছে ভাই বোন,
করোনার ভয়ে নও তবু ঘরকোন
তোমাদের তো ভগবানই বলতে হয়,
তুমি সবার প্রাণ কর্তা।
করোনা আবারও দেখিয়ে দিলো,
তোমরা আসলে কি?
তোমাদের অবহেলা করা
কখনো কারোর সাজে কি?
তোমার সঠিক সম্মান পাওনা
ঠিক তোমাদের যতটা পাওয়া উচিৎ,
মানব সেবায় নিয়জিত করেছ,
তোমরা সবার থেকেও ভিন্য,
আমাদের ভাবা উচিৎ।