আমি নগন্য বলে
তুমি দিলে দুরে ঠেলে,
একবারও কি তোর হুদয় পন্জুর
হলো না জড়পুত্তলি,দিল না ঝাকুনি,
ভাবলেনা একটুও হলেও হতে পারে
আমি তোমার স্বপ্নের মানুষ।
তোমার মগজে রয়েছে
শত শত মহা মানবের জীবন উপাখ্যান,
তাদের সাধনা, তাদের একান্ত পরিশ্রমে
তারা আজ বিশ্বের কাছে স্মরনীয়।
মরেও হয়েছে চির অমর।
পর্বতের মত এত উচু
শত শত মহা মানবের মত স্মরনীয়
হতে না পারলেও
তাই বলে নর্দমার কীট
হয়েও থাকব না।
আমাকে ভেবনা এতটা তুচ্ছ,
আমি করব প্রেমের সাধনা ।
তবে কেন তোমায় পাবনা
এমন কিছু করেই যাব তোমার জন্য
তুমি করবে অনুতাপ
বিশ্বের কাছে স্মরনীয় হতে না পেলেও
তোমার কাছে হবো একদিন
হৃদয় পদ্মাসনে প্রেম আশ্রিত
শুশোভিত ফুল।