সময়টা অনেক বদলে গিয়েছে,
করোনায় থাবায় পৃথীবিতে নতুন কতকি হচ্ছে,
মাসে মাসে চাকুরি বদলনো ছেলেটা
ছয় মাস বেকার হয়ে ঘরে বসে আছে,
যুগের সাথে তার মিলিয়ে সেও আজ,
করোনার থাবায় আত্মসমর্পণ করেছে,
প্রতিদিন কবিতা প্রকাশ করে কবিটাও,
কবিতার ভাষা হারিয়ে বসে আছে।
এক ঝাক তরুণ তরুণী আবেগ রাখতেনা পেরে,
বিয়েটা করেই নিচ্ছে কম খরচে,
ঘন্টার পর ঘন্টা ফোনে কথাবলে ছেলেটাও
আজকাল ফোন হাতে নিতেই ভয় পাচ্ছে,
বন্যার কারণে অনেকেই ঢোলাপেন্ট বানাচ্ছে,
বাইক প্রেমিক ছেলাটাও আজ কাল
বাইক ধুয়েমুছে তুলে রেখেছে,
করোনায় আক্রান্ত ছেলাটা বড্ড বেশি আবেগি হয়ে গেছে,
তার গল্পকন্যার কথা তার খুব মনে পড়ছে,
গল্পকন্যা আজকাল মোটা বেতন পায়,
পরিবারের সবাই তাকে নিয়ে গর্বকরে আজ।
তার প্রেমিক ঔষধ কিনতে দুবার ভাবে,
যদি করোনা থেকে বেচাই যায় কি করে মেটাবে দায়,
ছেলেটা ভাবে যাক! মরে গেলেইতো ভালো,
অন্তত গল্পকন্যা একটাবার মনে করবে,
মাথার থেকে চাকরি নামের চিন্তা দুর হবে,
স্মৃতি গুলো আর হাতরাতে হবেনা।