রাত প্রায় দুটো,এখনো সিগারেট হাতে,
খাটের কার্ণিশের সোলার ল্যাম্পটা আছে,
এখনো জ্বলছে পরীক্ষার আগের রাতের মত,
ছোট চাকরির বড় বড় হিসেব,
আর একটু একটু পড়াশোনা,
একদিকে মেডিসিন একদিকে আইন,
দুপ্রান্তের দুধারায় ইতিহাস ইশারায়,
রাতের ঘুম কখন পালায়,
চোখয়ায় ক্যালেন্ডারের পাতায়।
আজ তো আমার জন্য কালোরাত,
ভাবতেই বিভীষিকা ময় এক চিত্র,
এক তাগড়া পুরুষের হারমানা চেহারা,
বুক ভরা আশা তবু হাতে হাতকড়া,
পরাজিত সৈনিক হয় সব সয়ে যাওয়া,
ইচ্ছেরা আকাশ ছুতে চাচ্ছে এমন এক সময়,
তাকে খাঁচায় বন্ধি করা হচ্ছে,
সিগারেটের আগুন দম দমিয়ে জ্বলছে,
তোমার বিয়ের রাত আমার খুব মনে পড়ছে।