সময়ে সাথে সাথে বদলায় দিন,
অহংকার হয়ে যায় মলিন,
নদীর বুকে জাগে চর,
নৌকা বালুর সাথে বাঁধে ঘর।
জন শুন্যতায় গড়ে উঠে শহর,
একাকিত্তে ভোগা লোক হয়ে পরে ব্যস্ততার ঘর,
কাছের মানুষ গুলো হয় পর,
টাকার কাছে বিক্রি হয় সময়।
তবুও সময় বদলায় একাকিত্ততায়,
আশে অনুশোচনা খোজে পরিত্রাণ,
নতুন করে জন্মানোর আহব্বান।