আমি তোমায় দেখি প্রতি প্রভাতে
নিঃসঙ্গ রাতে -
চাঁদের আলোতে,
---
যাত্রা দলের নায়িকার রুপেও তোমাকে দেখেছি বহুবার বহু রাতে বহু রুপে-
কতো নষ্ট ফুলের গায়ে কলঙ্ক লেপ্টে দিয়েছি তোমাকে ভেবে
গুনে খাওয়া বেশ্যার ঠোঁটের  রক্তাক্ত দাগ এখনো লেগে আছে আমার সারা শরীরে
কি ভাবছ তুমি!তোমরা?
আমি নষ্ট হয়ে গেছি?- না আমি নষ্ট হয়নি আমরা নষ্ট হয়না
-.একটুও না-
কোনো কলঙ্ক লাগেনি গায়ে!
না'" কলঙ্ক লাগেনি বললে ভুল হবে বরং আমার গায়ে কলঙ্ক দাগ লাগতে দেইনি এই পুরুষ- তান্ত্রিক সমাজ-----
এই সমাজে সাধু বেশে ঘুরে বেড়ানো আমার মতো সাধকেরা-যারা প্রতিরাতে নষ্ট করে  ফুটন্ত ফুল-বেশ্যার ঠোঁট
অমাবস্যার চাঁদের মতো মুখটাকে টাঙ্গিয়ে রাখে যাত্রা দলের মাঝখানে।
---------
-----
--
-

ঃঃ
মাঝখান থেকে আর শেষের থেকে কয়েকটা  লাইন অপ্রকাশিত রাখার জন্য আন্তরিক দুঃখীত।