একটা কবিতা আর কিছু শব্দ
না! একটা তুমি আর অজস্র কবিতা
আমি দক্ষিণা পাল তুলে দিব -
আর বাতাসের কানে বলে দেব ভালবাসি।
ধর একটা ঘুড়ি মাটিতে পড়ে আছে -
আর নাটাইটা ভাসছে মেঘমালার সাথে!
আকাশের চাঁদটা দেখ -
জলের নিচে চিকচিক করছে।
আমার কাছে একটা রূপ আছে-
আর একটা মায়াবতীর মুখ।
ছোট্ট ছোট্ট শব্দে জমা একজীবন প্রেম
আমার গহীনে লুকানো ভালোবাসা -
অনন্ত কাল যাত্রার খুরাক মিটাবে।