ছল ছল নয়নে - কে তঁাকাল এই পরাণে
আঁখি জল জড়িয়ে -কে দাঁড়াল এসে পাশে
কে কথা কই ওপাশ থেকে?
জানিনা-দেখিনা'খুঁজে দেখি কেহ নেই!
এই আঙিনা-ঐ আঙিনা খুঁজে বেড়াই তাকে
কে দাঁড়াল পাশে?কথা কই আঁখিতে আঁখি রেখে।
এই বুঝি দেখিতে পাই'এইতো কেহ এখানে দাঁড়িয়ে
আপন মনে দেখছে আমায় 'লাজুক চোখে তাঁকিয়ে
ছল ছল তাহার চোখ'জলে দিল ভিজিয়ে।
কে কথা বলে আপন মনে' আমাকে আপন ভেবে?
এতো হবার নয়'যা হবার তাতো হয়েই গেল
আপন ভেবেছিলাম যাকে'সেতো চলেই গেল
তাহলে!
কেন?এই খেলা?এক যাওয়ার পরে দ্বিতীয়ের মেলা।
ছল ছল চোখে কেন এতো আকুতি
চোখের জলের দোহায় দিয়ে কেন আবার বাধবি?
যা হবার নয়' তা-কি আর হবে?
গেল দিন যা নিয়ে নিল! তা কি আর তুই পাবি?
তাহলে!
অযথা কেন এতো পাগলামী?