হেই জলজ্যান্ত নরকের কবি
তোমার কবিতা ও মানবী
তোমার মানবীর প্রেম
মৃত্যুর মতো ঘুমের স্বপ্ন-
এই স্বপ্নিল পৃথীবি ও পৃথীবির মানুষ তোমরা শুনো রেখো আমি ভালোবাসি।
হেই দেবতাগন
ও দেবতাদের দেবীরা তোমরা জেনে রেখো আমি ভালোবাসি।
হেই ঈশ্বর
আমি তোমার এক একঈশ্বরবাধী আত্মা, তুমিও শুনে রেখো আমিও ভালোবাসি।
এই পৃথীবির পুরোনো পথ,পথের চিহ্ন, মুছে যাওয়া পায়ের ছাপ ছাপিয়ে যারা রেখেছে নতুন পথের দাবী -
আমি তাদেরও বলে রাখি আমার ভালোবাসার কথা।
হেই পৃথীবির রমনীগন-
যারা এসেছ আগে বা তোমরা যারা এখনো আছো তোমরাও শুনে রেখো আমি ভালোবাসি।
প্রতিটি স্লোগানে আমি ভালোবাসি-
আমার ভালোবাসার স্লোগান পৃথীবির প্রতিটি মিছিলে সমাবেশে জাতিসঙ্ঘ থেতে সংসদে।
গোল টেবিলের আড্ডায় তোমায় ভালোবাসি! ভালোবাসি তাসের খেলায়! ভালোবাসি কবিতায়।
তোমায় ভালোবাসি নেশার ঘুড়ে
তোমায় ভালোবাসি মাতাল হওয়াও আগে ভালোবাসি মাতলামিতে।
হেই নরকের কবি ও পৃথীবির সকল কবিতা আমি ভালোবাসি
সমরেশের সাতকাহন ও রবি বাবুর শেষের কবিতার মতো তোমায় ভালেবাসি।
ভালোবাসি মধ্যেহুর মতো জীবনানন্দের বনলতার মতো হুমায়ুনের দুপুরের মতো,
শরৎচন্দ্রের মেমসাহেবে জীবনচক্রের মতো তোমায় ভালোবাসি।
হেই জলজ্যান্ত নরকের কবি
তোমার কবিতা ও মানবী
তোমার মানবীর প্রেম আমি ভালোবাসি।