সংস্কৃতি জীবন বোধের একটি গভীর বিষয়
কিন্তু,জীবনবোধে নাই আদর্শ সংস্কৃতির পরিচয়,
সমাজ চলেছে অজানা অচেনা অন্ধকার পথে
আর সংস্কৃতি নাই তার সুস্থ সঠিক গতিপথে।
অন্ধকার,অজানা,কুৎসিত সংস্কৃতির যাতাকলে
আজ বাঙ্গালীর সংস্কৃতির আর্তনাদ যাচ্ছে বিফলে,
আজ অন্ধকার,অজানা সংস্কৃতির ভয়াল থাবায়
হারাতে বসেছে বাংলার সংস্কৃতি, নিজের পরিচয়।

আর নয় অচেনা,অজানা সংস্কৃতির আগ্রাসন
প্রতিহত করো অন্ধকার সংস্কৃতির আক্রমণ,
প্রতিষ্ঠিত করো বাঙ্গালীর ঐতিহ্যবাহী সংস্কৃতি
রক্তে কেনা মোদের বাংলা ও বাঙ্গালীর প্রতিকৃতি,
আঁকড়ে ধরো মোদের বাংলা ও বাঙ্গালীর সংস্কৃতি
রক্ষা করো রক্তে কেনা বাংলা ও বাঙ্গালীর ভাবমূর্তি।



রচনার সময়:২৯/৫/২০১৭ ইং
রোজ: সোমবার
সময়: বিকাল ৪ ঘটিকা।