সাত সাগরের তলদেশে
আছে যে এক রাজা,
সাগর তলের ঐ দেশেতে
সবাই তাহার প্রজা।

রাজা আছে,প্রজা আছে
আছে সেনাপতি,
দেশ পাহারায় ন্যাস্ত আছে
হাজার হাজার হাতি।

সাগরতলে আছে অনেক
জল পরীদের বাস,
ঐ দেশেতে আরো আছে
রঙিন ডানার হাঁস।

ডানা মেলে মাছেরা সব
চলছে ঝাঁকে ঝাঁকে,
সাদা বক ধরছে ওদের
লম্বা লম্বা ঠোঁটে।

ইলিশ,পুঁটি আর নীলতিমিদের
আছে সেথায় বাস,
রাজার আইন ভঙ্গ হলে
হবে সর্বনাশ।

তিমি হলো সবার রাজা
রুপকথার ঐ দেশে,
চিল,শকুনে পাহারা দেয়
নীল আকাশে ভেসে।

রচনার সময়:০৩/০৬/২০১৭ইং
রোজ:শনিবার
সময়:সন্ধা ৬ ঘটিকা।