হে সূর্য কি ভেবেছো তুমি
গাছের আড়ালে বসে একটু পড়ছি
এটা তোমার ভালো লাগছে না, তাইনা?
হে বৃষ্টি কি ভেবেছো তুমি
রাস্তার পাশে একটু ঘুমাচ্ছি
তা তোমার সহ্য হচ্ছে না, তাইনা?
গরিবের উপর এভাবে অত্যাচার কর কেন?
সূর্যের আলো দিয়ে জ্বালিয়ে দেবে,
বৃষ্টি দিয়ে ভিজিয়ে দেবে,
কি ভেবেছো তোমরা?
আমরা গরিব বলে এভাবে অত্যাচার করবে নাকি?
তোমাদের জন্য বর্ষাকালে একটু ঘুমাতে পারি না,
সূর্যের তাপে একটু বসতে পারি না,
কি হয়েছে তোমাদের?
অত্যাচার করার জন্য তোমরা কি গরিবদের
বেছে নিয়েছো?
বল!হে সূর্য, হে বৃষ্টি, বল!
জান সূর্য!এই পৃথিবীতে গরিবের কোন মূল্য নেই,
জান বৃষ্টি! একটু ভাল ভাবে বেচে থাকার
কোন অধিকার গরিবের নেই,
এই সুযোগ তোমরাও আজকে গ্রহন করেছো?
কর! এর জবাব গরিব একদিন দেবে।
অবশ্যই দেবে। গরিব একদিন অবশ্যই
বড় হবে।
সেদিন তোমরা আর বৃষ্টিতে ভিজিয়ে দিতে পারবে না।
রোদে জ্বালিয়েও দিতে পারবে না।
তোমরা স্বাক্ষী থেকো গরিব একদিন বড় হবেই।
অবশ্যই বড় হবে।