প্রেম বড় নিষ্ঠুর
কখনও কাঁদায়,
কখনও হাসায়।
কখনও কাছে টানে
আবার কখনও দূরে ঠেলে দেয়।
প্রেম, তুমি এমন কেন?
দেখ, আকাশের নিলীমা তাকিয়ে আছে
আর তারারা জানতে চাই,
তুমি এমন কেন? তুমি কেমন আছো?
মাঝে মাঝে ভালবাসবে
আবার মাঝে মাঝে কেন বকা দেবে?
তুমি কি পার না? সবসময় ভালবাসতে?
বলতো, তুমি এমন কেন?
মাঝে মাঝে তুমি নদীর পাড়ে বসে হাঁস
আবার মাঝে মাঝে ঘুমের মাঝে কাঁদ?
প্রেম তুমি এমন কেন?
কখনও নিরবে, কখনও হাসি আনন্দে
কখনও ঠাট্টায়, আবার কখনও আড্ডায়
কাছে টানো,
বলতো, তুমি এমন কেন?
প্রেম্,তুমি এমন কেন?
কখনও হৃদয়ে রক্ত ক্ষরন, কখনও স্বপ্ন পূরন
কখনও বইয়ের পাতায়, কখনও কল্পনায়
কখন কাজের ফাঁকে, কখন ঘুমের বাঁকে
উকি দিয়ে যায়।
তুমি এমন কেন? বলতো?
প্রেম তুমি এমন কেন?