আমি পূর্ব পাকিস্তান দেখিনি
দেখেছি স্বাধীন বাংলাদেশকে,
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
দেখেছি বুকের রক্ত দেয়া
মুক্তিযোদ্ধাদেরকে।
আমি শাহজালাল, শাহমাখদুম আর শাহপরানকে দেখিনি
দেখেছি তাদের অর্জিত বিজয়কে,
আমি রবীন্দ্রনাথ, নজরুল আর মুজিবকে দেখিনি
দেখেছি জীবনানন্দের রূপসী বাংলাকে,
আমি সুফিয়া কামালকে দেখিনি
দেখেছি ৭১ এর ডায়েরীকে,
আমি ৭১ এর সূর্য দেখিনি
দেখেছি স্বাধীন বাংলাকে।
আমি সুকান্ত ভট্টাচার্যের ক্ষুধার্ত পৃথিবীকে দেখিনি
দেখেছি গরিব দুখীর সোনার বাংলাকে,
আমি ৭১ এর পাক হায়েনাদেরকে দেখিনি
দেখেছি অস্ত্র হাতে লক্ষ মুজিবকে।
আমি জসীম উদদীন, মাইকেল আর মশাররফকে দেখিনি
দেখেছি নির্মলেন্দুগুন, আল মাহমুদ আর হেলাল হাফিজকে।
বাংলা মায়ের কোলে ৭১ এ জন্মাতে পারিনি
তাই রক্ত দিতে পারিনি,
কিন্তু রক্তাক্ত হৃদয়য়ের পাতাল থেকে
বলতে পারি,
বাংলাকে ভালবাসি, বাংলাদেশকে ভালবাসি।