পাড়া গাঁয়ের পল্লীবধূ
কালো মাথার চুল,
মুখে তাহার মিষ্টি হাসি
কানে সোনার দুল।

চক্ষু দুটি হরিণটানা
নাক যেন তার বাঁশি,
দু পায়েতে সোনার নূপুর
রুপ যেন তার শশী।

পরনে তার রঙিন শাড়ি
কলসি নিয়া কাঁখে,
জল আনতে বিকেলবেলা
যায় সে নদীর বাঁকে।

বৃক্ষ আর তরুলতা
সবাই তাহার সাথী,
খোকা খুকীর সাথে তাহার
নিত্য চড়ুইভাতি।

খোকা খুকী সবার সাথে
আছে অনেক ভাব,
পল্লীবধূর কালো মুখে
নেইতো কোন ছাপ।

পাড়া গাঁয়ের সবুজ মাঠে
ছোট্ট তাদের বাসা,
পল্লীবধূর ভালবাসায়
নেইতো কোন খাসা।

ঐ গাঁয়ের ঐ পল্লীবধূ
ঘোমটা দিয়ে মুখে,
টুনটুনি আর শালিকের সাথে
থাকে মহাসুখে।

রচনার সময়:৩০/৫/২০১৭ ইং
রোজ: মঙ্গলবার
সময়: বিকাল ৫ ঘটিকা।