গর্ভকালে ছিলাম যখন
মায়ের পেটের ভিতর,
কত শত লাথি মেরেছি
নাইতো কোন খবর।
কষ্ট করে মা আমায়
দিলেন যখন জন্ম,
মুখের দিকে চেয়ে একটু
জীবন হলো ধন্য।
ছোট্ট বেলায় পান করেছি
মায়ের বুকের দুধ,
পৃথিবীটা বেচে দিলেও
হবে নাকো শোধ।
ছোট্ট বেলায় ঘুমের মাঝে
দিয়েছি কত কষ্ট,
তবু মাগো ভাল বেসেছ
পৃথিবীর সবার শ্রেষ্ঠ।
নিজে না খেয়ে তুমি
আমায় খেতে দিয়েছ
জীবন বাজি রেখেও তুমি
আমায় ভাল বেসেছ।
সেই আমি আজ বড় হয়ে
তোমায় চিনি না,
তোমার কষ্টের মূল্য দিতে
আজও জানলাম না।
কত কষ্ট করেছো তুমি
আজও কষ্ট কর,
এমন ছেলে বড় হয়ে
লাভ কি হল বল।
লাভ লছ বুঝি না
তুই যে আমার খোকা,
তুই ছাড়া যে এই পৃথিবী
আমার কাছে ধোকা।
আমার কাছে তুই যে খোকা
এই পৃথিবীর সেরা,
হাজার সোনার মাঝে রে তুই
এক খন্ড হীরা।
মা যদি বেচে থাকে
দিওনা তাকে কষ্ট,
মৃত্যুর পরে বুঝবে তুমি
হারিয়েছো সবার শ্রেষ্ঠ।
রত্ন থাকতে যত্ন কর
হেলা করো না,
চলে গেলে সব দিয়েও আর
ফিরে পাবে না।