আকাশেতে উঠলো চাঁদ
এলো রমজান,
মাস ভরে রোজা রবো
বেশী বেশী করবো দান।
রহমত এলো, বরকত এলো
এলো মাগফিরাত,
রমজানেতে রাখবো রোজা
করব ইবাদত।
দিনভর থাকবো মোরা
খাদ্য থেকে বিরত,
পালন করবো খোদার হুকুম
মুসলিম আছে যত।
রমজানেতে বর্ষিত হয়
খোদার রহমত,
তাই খোদার কাছে চাইব ক্ষমা
জেগে গভীর রাত।
রমজানেতে নাজিল হয়
পবিত্র কোরআন,
তাই এই মাসকে দিয়েছেন খোদা
অনেক বেশী সম্মান।
রমজানেতে রোজা রাখ
মাফ করে নাও পাপ,
এই মাসেতে সবার উপর
আছে খোদার রহমত।
যত বড় পাপ থাকুক
রমজানে চাও ক্ষমা,
এই মাসেতে রহমত বেশী
এটা সবার জানা।
তাই সবাই মিলে রাখবো মোরা
রমজানেরই মান,
খোদার কাছে করবো মোরা
নিজেকে ম্লান।
রচনার সময়:২৭/৫/২০১৭ ইং
রোজ: শনিবার
সময়: রাত ৯.৩০ ঘটিকা।