আমি হলাম চাষার ছেলে
দুমুঠো ভাত খাই,
সকাল সন্ধ্যা নাইবা খেলাম
দিনতো চলে যাই।
কোনদিন খাই আলুভর্তা
আবার কোনদিন খাই ডাল,
মাছ, গোশত নাইবা খেলে
আসবে নাকি কাল।
ধান, পাট চাষ করা
এটাই বাবার নেশা,
চাকরি বাকরি নাইবা করুক
এটাই বাবার পেশা।
লাঙ্গল জোয়াল ঘাড়ে নিয়ে
কাজ করে খাই,
কষ্ট করে আয় করে
আমার পিছেই ব্যয়।
সোনার ফসল ফলায় মাঠে
বিক্রি করে হাটে হাটে,
ফসল বেচার টাকা দিয়ে
স্কুল ব্যাগ নিয়ে আসে।
বাবা আমার চাষা
এটাই আমার গর্ব,
ছোট্ট একটি বাসা
এটাই মোদের স্বর্গ।
এতেই মোরা মহাসুখী
নেইতো কোন কষ্ট,
বাবার অনেক আশা আছে
আমি হব শ্রেষ্ঠ।
বাবা আমার চাষা
এতে লজ্জার কিছু নয়,
চাষার ঘরে জন্ম নিয়েছি
এটাই মোর বড় পরিচয়।