আমাদের গ্রামেতে আছে অনেক চাষা,
সবুজের মাঠে তাদের ছোট ছোট বাসা।
ফসলের মাঠে যদি ফলে সোনার ধান,
চাষার কন্ঠে তখন ফুটে ওঠে গান।
গান গেয়ে বলে চাষা,
সোনা দিয়ে ভরবো বাসা
ওগো তুমি কোথায় আছো
নিয়ে আসো পান।
দেখ দেখ মাঠ ভরা সোনালী ধান
মন দিয়ে শোন আরো কোকিলেরও গান।
বসন্ত ঘনিয়ে এলো
ধান কাটার সময় হলো,
দড়ি কাঁচি সাথে নিয়ে
সকলে মাঠেতে চলো।
মাঠে গিয়ে বলে চাষা
আনন্দে মোর হারিয়েছে ভাষা,
ধান দিয়ে ভরবো বাসা
এটাই তো মোর বড় আশা।
নবান্ন এগিয়ে এলো
ধান কাটা শেষ হলো
পিঠা পুলি খাবো মোরা
ওগো তাইনা?বলো!
মাটির প্রতি আছে যাদের
হৃদয় ভরা টান
সকলে আজ গাইবো মোরা
নবান্নেরও গান।