আমার একটি বিড়াল ছিল
নাম তাহার পুষি,
খেতে একটু দেরি হলে
মারতো আমায় ঘুষি।
সকাল বেলা খাওয়ার সময়
পুষি বলে ম্যাউ,
আমি তোমার বিড়াল পুষি,
আমায় একটু দাও।
দুপুর বেলা পুষি বলে
মাছের মাথা খাবো,
মাথা না দিলে তোমায়
মজা দেখাবো।
আমি বলি ওরে পুষি
মাথায় অনেক কাঁটা,
মাথা খেতে গেলে তুমি
পাবে অনেক ব্যাথা।
তার চেয়ে তুমি বরং
একমুঠো ভাত খাও,
ভাতে কোন কাঁটা নাই
এটা জেনে নাও।
পুষি বলে ওরে খোকা
আমায় তুমি দিচ্ছো ধোকা?
কান ধরে এক টান দিলে
হবে তুমি অনেক বোকা।
রাতের বেলা পুষি বলে
দুধ মাখা ভাত খাবো,
খাওয়া দাওয়া শেষ হলে
খাটের উপর ঘুমাবো।