আজ বিদায় কেন?
কি অপরাধ আমাদের,
আজো পূব দিকে সূর্যের আলো
ঠিকই ঝিলমিল করছে,,
পাখিরা গান করছে
আজো মাথার উপর আকাশ দেখা যায়
আজো নদীতে জোয়ার বয়ে যায়,
তাহলে আজ বিদায় কেন??
সেদিন তোমার কাছে আসতেই
সকল শক্তি দিয়ে
তোমার বুকে আঁকড়ে ধরেছিলে,
কিন্তু আজ স্বার্থপরের মতো
দূরে ঠেলে দিচ্ছো,কেন?
কি অপরাধ আমাদের?
আজ কতটি বছর,
তোমার স্পর্শে,তোমার মায়ায়
তোমার ভালবাসায়,তোমার আলিঙ্গনে
আমাকে মুগ্ধ করে,আজ বিদায় দিচ্ছো?
এত নিষ্ঠুর তুমি,এত পাষান তুমি
এত নির্দয় তুমি,কিভাবে হলে?
তবু তোমার এই নিষ্ঠুরতার মায়ায়
আমি মুগ্ধ,আমি বিমোহিত।
তাই আজ ঘটা করে আমায়
যতই দূরে ঠেলে দাওনা কেন?
সময়ের সাথে চুক্তি করে হলেও
আমি আবারও ফিরে আসবই।
যদি এদেহে থাকে প্রাণ
মন চাইলেই,তোমায়
একটি পলক দেখার জন্য হলেও
আমি আবারও ফিরে আসবো।
বি:দ্র: কবিতাটি আমাদের মাস্টার্স এর বিদায় অনুষ্ঠান নিয়ে লেখা।