গাড়ীর পিছে গাড়ী
দিচ্ছে হামাগুড়ি,
রাস্তা নাইতো ফাঁকা
চর্তুদিকে দেখি যেন
ঢাকার ছবি আঁকা।
বিরাট শহর ঢাকা
চাই যে শুধু টাকা,
টাকা হলে পাবে তুমি
সোনার গাড়ীর চাকা।
যানযট আর শব্দদূষণ
নিত্য দিনের সাথী,
টাকা হলে মিলবে তোমার
রঙিন সোনার হাতি।
শুনেছি আমি এই শহরের
মানুষ বড়ই ব্যস্ত,
এই শহরকে পাহারা দিতে
হাজার প্রহরী ন্যস্ত।
এই শহরে আছে অনেক
বড় দালানকোঠা,
তার উপরে আরো আছে
ছোট্ট চিলেকোঠা।
দিনের বেলা রাস্তাঘাটে
লাখো মানুষের ভীড়ে,
ফিরে আসা বড়ই মুশকিল
সঠিক পথ চিনে।
এই শহরে নানান বেশে
বসে অনেক মেলা,
ঠেলা গাড়ী না হলেও
খাবে তুমি ঠেলা।
আরো যদি খেতে চাও
পুরান ঢাকার খাবার,
পকেট ভর্তি টাকা নিয়ে
চলে আসো আবার।
এক গাড়ীতে হাজার মানুষ
নিয়ে চলে গাড়ী,
সারাদিন যায় যে চলে
পৌঁছতে নিজের বাড়ী।
বাসায় পৌঁছতে রাত বারোটা
ঘুমোতে বাজে দুটো,
সকালবেলা দৌড় দিতে হয়
ভাত খেয়ে দুমুঠো।
সবকিছুই যাই হোক
আমার শহর ঢাকা,
হৃদয় মাঝে শুধুই যেন
ঢাকার ছবি আঁকা।
রচনার সময়: ১৬/৫/২০১৭
রোজ: মঙ্গলবার
সময়: সকাল ৯টা।