আয়রে তোরা আয়
আমার সাথে আয়,
বড়শি দিয়া ময়ুর নদে
মাছ ধরতে যায়।।

কলাগাছের ভেলায় চড়ে
ধরবো মোরা মাছ,
সারাদিন ভর করবো খেলা
নেইতো কোন কাজ।।

নদের পাশে দেখছি অনেক
বড় তালগাছ,
গাছ থেকে শোনা যায়
শালিকের আওয়াজ।।

ধরবো মোরা শালিক পাখি
রাখবো খাঁচার মাঝে,
মাঠ থেকে ফড়িং ধরে
খেতে দেব সাঁঝে।।

দল বেঁধে সাঁতার কাটি
ময়ুর নদীর মাঝে,
সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ি
মা বাবার মাঝে।।

ঘুমের মাঝে চালায় আবার
কলা গাছের ভেলা,
এভাবেই হাসি আনন্দে
চলে যায় বেলা।।


রচনার সময়: ২১/৫/২০১৭ ইং
রোজ: রবিবার
সময়: রাত ১১ ঘটিকা।