বিদিশার রাতে অচেতন হ‌ই গাঁয়ে পড়ে যায় উল্লাস
পুকুরের পাড়ে উড়ছে কত রাজমুকুটের পাতিহাঁস।
চিল-শকুন‌ও উড়ছে বটে দেখা নেই কোনো কোকিলের,
যুবক সেনারা বিদ্রুপ করে ক্ষমতাহীন সাদা চুলের।
শোভনের নামে রটছে কত কূটনীতি আর কুয়াশা,
আজব শহরের এ-বুকে আজ‌ও বসন্তে দেখি ধোঁয়াশা।
বঞ্চিত সব হতভাগারা পথে বসে যায় দলে দলে,
নবাবের রথ চ্যাপ্টা করে বিদ্রোহীদের সব কালে।
এরই মাঝে দেখি হঠাৎ করেই বেড়ে যায় কত আশ্বাস
সুর পাল্টে, রং বদলে কীসের এত অভিলাষ?
আজব দুনিয়ার এমন নিয়মে পুষ্করিণীও দরিয়া
গিরগিটির রঙে বিভোর হয়ে প্রেম বাঁধতে মরিয়া।
লেখাজোকা ছেড়ে বসে আছি তাই কলমের বড়ো অভিমান,
অসাড় হাতটি ফের জেগে উঠে কলমের ঠোঁটে গায় গান।