এখন আর কেউ কবি হতে চায় না
দিনের শত ব্যস্ততার ফাঁকে,
একটা দুটো ছবি এঁকে
ছন্দের রং মাখাতে চায় না,
এখন, আর কেউ কবি হতে চায় না।

অনেকগুলো বর্ষায় ভিজে
চেনা টেবিলের নীল কাগজে
একটি লেখা উপন্যাসের বহর ছিল রঙিন,
মুঠো ফোনের সঙ্গী হয়ে
মেসেজ কেমন যাচ্ছে বয়ে
হাতের লেখা চিঠিও হয়েছে বিলীন।

একটা দুটো কথার ছলেও
গল্প একটি লিখব বলেও
সে মানুষ আর দোয়াত খুঁজে পায় না,
আজকের আঁধারে, কেউ কবি হতে চায় না।