দুনিয়া জুড়ে মুখোশ ঢেকেছে
জিবলি'র কথা ভেবে,
'কাঁকর' বাছতে 'চাল' হারিয়েছি
বেজায় কলরবে।
সূর্য আজও উঠতে পারেনি
সবার আলো হয়ে,
কলঙ্ক গুলো লেগেছে এসে
মলিন চাঁদের গায়ে।
বনের রাজারা ভেক ধরেছে
ভীষণ তাড়াতাড়ি,
কোন 'শিকারী' বাঁধবে তাদের
অবাধ জারিজুরি?
সমগ্র আকাশ তলিয়েছে তাই
অমানিশার কোলে,
'অযোগ্য' আকাশে বিরাজমান
তারার সংখ্যা ভুলে।।