যখন অনেক দূরে আমি থাকব
সুদূর হতে তোমাকেই ডাকব।
সাথী......
আমি একাকী,
আশার আলো নিয়ে রয়েছি।
সে আলো তোমায়
নিরালায়,ডেকে আনবে,
আমার চোখে চাহিতে।
অপার আনন্দে ভরবে মন
প্রিয়জন,
পাশে থাকলে; ভালো লাগে চলিতে।
চাই আরো আরো বেশি পেতে।
প্রতি দিনের মত তখনও
ডুববে চাঁদ, উঠবে সূর্য।
দিবসের প্রথম আলোয়
তপস্বিনী প্রায়!
দেখবে চেয়ে আকাশে
ঝরঝরে রৌদ্র হয়ে
ছুয়ে যাব তোমাকে।
তবু ভরবেনা মন তাহে!
চাই আরো- আরো- কাছে পেতে।
দুপুরে ক্লান্ত হয়ে
যবে বিশ্রাম নিবে
পাশে আমাকেই পাবে।
এক পশলা বর্ষা হয়ে
নিয়ে যাব সুদূর অতীতে।
আমি যে সারা বেলা
তোমাতে করিব খেলা।
পারিবে কি বুঝিতে?
চাই আরো আরো বেশি পেতে।
রাত্রিতে যবে ভাববে তুমি
ভাবনায় আমি আসব।
দূর-দূরান্ত পার হয়ে
তোমার কাছে থাকব।
এমনি করে অনন্তকাল
থাকব মোরা চলিতে,
ভালোবাসি ভালোবাসি বলিতে
মন তবু নাহি পুরে
অন্তর জুড়ে.......
চাই আরো -আরো বেশি পেতে!