ভাবনায় তুমি সর্বত্রই আমার আপনজন
চোখে তোমায় না দেখলেও
      দেখে আমার মন।
যাকে দেখলে জুড়ায় জ্বালা
       পিপাসা মেটে প্রাণে
সেই তুমি তো রয়েছ সদা
        আমার এই মনে।

তোমায় ছাড়া আমার কথা
       ভাবতে পারিনা
,মান - অভিমান যাহা হয় হোক
         ছাড়তে পারি না
যতদিন আমি রব
তোমারী সাথী হব।