আমার অন্তর জুড়ে
তুমি ছিলে!
তুমি আছ, তুমিই রবে
................... নীরবে!
মনের আকাশে বারে আারে
তোমায় খুঁজে পাই।
ধরতে গিয়ে হাত বাড়িয়ে
দেখি, তুমি নাই!!
এই হৃদয়ের মাঝে.....
তুমি রবে নীরবে!
যারা তোমায় পাঠিয়ে দিল দেশে
তারাও বুঝিবে শেষে।
বিচ্ছেদের যন্ত্রণা কত??
শত- অবিরত!!
বুঝিবে ; সে
নিশ্চয়ই বুঝিবে!
তখন তোমায় কাঁদিয়া খুঁজিবে।
আত্মার আত্মীয় হয়ে
তুমিই রবে নীরবে!
ভুলেছে সবে,
ভাবনা মিছে।
যেমন ছিলে তার ও বেশি হলে।
হৃদয় ও মন জুড়ে
তুমিই রবে নীরবে।।