বিরাট এই বিশ্বের পানে চাই
চারিদিকে তার অবারিত মাঠ
পাহাড় - পর্বত ধাই,
আমি কেন পাই না ঠাঁই?
পাহাড় - নদীর ঝর্ণা ধারা
সাগর পানে যায়,
আমার এমন তোমায় ভেবে
উর্ধ্বপানে চায়।
আকাশ জুড়ে তাঁরা ' র মেলা
চাঁদের নীরব হাসি।
কত-ই ভালোবাসি।
এমনি করে ধরা পরের
বিচিত্র রূপ দেখিতে পাই,
আমি কেন পাই না ঠাঁই!!