তোমার শুভ জন্মদিন
হাজার রঙে হোক রঙিন।
ফুলের গন্ধে ছেয়ে থাক
জীবনের চারিপাশ।
প্রকৃতি ও যেন চায়
তোমার জীবন ও জগৎ
হোক আনন্দময়।
তোমা পানে চেয়ে আছে
আকাশের নীল।
যেন তার সাথে তোমার
আছে কত মিল।
সাগর ডেকে বলে ভাইরে,
আমার মতো হও.......
জীবনে আর কিছু নাহিরে।