এত ভালোবাসি তাই
বারে বারে ফিরে চাই
তোমার পানে।
সকল অবহেলা সয়ে
সব যন্ত্রণা ভুলে
কী- যে সুখ খুঁজে পাই?
তোমার গানে।
ফিরে আসি শতবার....
তোমার টানে।।
জানি তুমি চাওনি মনে মেনে নাওনি
মিথ্যা ভুলিয়ে আমায়!
ভুলেছি - তোমার ভাবনায়
তাই (আজ) হলো পরাজয়।
পারনি চিনিতে মনের মানুষটাকে
এ ব্যর্থতা তোমায়
নিয়ে যাবে,অস্থিরতা ' র চির অন্তপুরে।
স্নিগ্ধ বাতাস হয়ে
ক্ষনিকের তরে!
ছুয়ে যাব তোমাকে
অনন্তকাল থাকব চেয়ে
তোমার পানে।।
দ্বার থেকে তব
ঝরে গেল ফুল
তুমি যে বুঝিলে ভুল।
যবে তুমি খুজিবে কুল
হবে সেদিন অনুকূল
আমার.......
হৃদয়ে তোমার
যাব ফিরে
তোমার টানে।
আজি বিদায় দিল সবে
অশ্রুঝরা নয়নে!
তুৃমি যে দিলে (সর্বাগ্রে)
হাসি মুখে।
সুখী হলাম জীবনে
(জীবন) মুক্তির আনন্দে।
চোখ বুজিলেই....
আমায় পাবে।
ছায়ার মতো যাব ধেয়ে
তোমার পানে।।