একলা আমি, তোমায় ডাকি
        বসে নিরালায়।
ভুবন ভরি,তোমাকে খুঁজি,
       মন সে পেতে চায়!

যখন আমি একটু খানি
      তখন ফেলে গেলে!
জীবনের সকল চাওয়া--
         তুমিই -হলে।

সবাই তোমায় ক- ত  কাছে পায়
            এ মন শুধু চায়!!
চাঁদের পানে চেয়ে তোমায় ডাকি
তাঁরা ' র মাঝে তোমায় দেখি।

  পলকে মন ছুটে যায়-
            সেই সে দূরে হায়!
                  মন সে পেতে চায়।