ঝিরি- ঝিরি বাতাস এসে
        ধানের শীষে
  দোলা দিয়ে যায়, আপন মনে
            আনমনে!
তার সাথে আকাশ মিলায়,
হাত ছানি দিয়ে ডাকে
         সঙ্গোপনে....
ঐ সে সুদূর নীলিমায়।

সেই অপরূপ সৌন্দর্য
    হৃদয় কে করে বিমুগ্ধ।
          দগ্ধ করে এ প্রাণকে,
          নিয়ে যায় অন্য জগতে..
                গহীন সাগরে....
মনের পরতে পরতে
তোমারী ঐন্দ্রজালিক - শক্তি
               অনুভবি ।

হৃদয় পেতে যায় মুক্তি।
    এ ছাড়া কিছু নাহি আর!
তুচ্ছ এ জগৎ সংসার।।