আমাদের সোনা দেখতে খুবই সুন্দর
জানিনা মনে কী আছে তার?
আমি তাকে বলি, মায়াবী চোখে তাকাবি
সে অনেক কথা শোনে আমার।
তার সহজ সরল মুখ খানি
কেড়ে নিয়েছে সবার মন জানি।
যখন ই তাকে দেখি
দেখি আর ভাবি
কত কষ্ট না জানি আছে তার মনে
গরু বলে কেউ ভাবেনা তাকে নিয়ে এভাবে।
আমি তাকে ক- ত ভালোবাসি!
সুযোগ পেলেই তার কাছে ছুটে আসি!
আর বলি- লক্ষ্মী সোনা তুমি।।
রচনা:
জুলাই ২০০৬