হয়তো এ-ই শেষ দেখা!
কোথাও রবে না তা লেখা।
তোমার অন্তরে......
হয়তো বা জেনেছিলে তুমি
অবাক আমি!
ভেবেছিলাম এ বিদায়,
হবে স্মরণীয়।
হবে বিস্ময়, হবে বরণীয়।
পৃথিবী আপন গতিতে
চলিছে নিরবধি।
তাই তো প্রকৃতিতে দেখি,
দিনের পরে রাত্রি।
আবার, রাতের পরে দিন
প্রাণের চাওয়া সীমাহীন ।
হয়তো এ-ই শেষ প্রহর!
মনের টানে ছুটিতাম রোজ।
গাহিতাম একই গান
তুমি আমার, তুমি আমার.. তাই আমার!
তুমিও আমার!
তুমিও মিলাতে সুর যায় যত দূর
শ্রবণ মধুর শোনা।
কেবলই চলা আর চলা
আর.......
অব্যক্ত কথা বলা ।।
সত্য কে বহিতে পাওনি জোর
তাই এই ভোর!
কেটেছে মনের মিথ্যা ঘোর।
মূতন এক দুনিয়ায় চলো যাই।
যেখানে নাই.......
কোন পরিচয়, কোন শঙ্কা
বাজিয়ে জয় ডঙ্কা
নাহি ভয়।