তুমি স্বপ্ন চারিণী
        প্রিয়া আমার!
কল্পনা তে  খুঁজে পাই।

সাধিতে তোমারে মন সাধ
হৃদয় পুড়ে হলো ছাই!

যদি মনে পড়ে      কোন অবসরে
             আসিও মোদের গায়
আসিও প্রাণের উচ্ছ্বাসে,সখী
             হৃদয় হিল্লোলে বসি
        রাখিব নীলের নীলিমা ' য়!!